পিটার প্যান সিন্ড্রোম একটি সাইকোলজিক্যাল সমস্যার নাম, এই সমস্যায় যুবক ম্যানে পরিণত না হয়ে চিরশিশু রয়ে যেতে চায়। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা দায়িত্ব নিতে চায় না, কল্পলোকের রোমান্টিসিজমে বাস করে। তাঁদের অভিমান থাকে, ক্ষোভ থাকে কিন্তু দায়িত্ব নিতে অপারগ। আমাদের সমাজে এই সমস্যা ক্রমশ বাড়ছে। বিশেষত শিল্প সাহিত্য করাদের ও রোমান্টিক বিপ্লবীদের বেশিরভাগই এই সমস্যা আছে। পিটার প্যান সিন্ড্রোম নারী -পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে, তবে নারীদের তুলনায় পুরুষদের এই সিন্ড্রোমে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। কিংবা বলা যেতে পারে, পিটার প্যান সিন্ড্রোমে আক্রান্তদের বেশিরভাগই পুরুষ।