ফেসবুকে কিছু মানুষ কোনো কারণ ছাড়াই আপনাকে এড়িয়ে চলবে ।
আপনার ছবি যত সুন্দরই হোক এবং আপনার দেওয়া পোস্ট যতই তথ্যবহুল কিংবা গুছানো হোক; কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার দেওয়া কোনো পোস্টেই রিএকশন দিবে না। এর কারণ মানুষটা শুধুমাত্র আপনি বলেই, অন্য কিছু নয়।