সমরেশ মজুমদারের সাড়াজাগানো সেরা উপন্যাসের তালিকা

somoresh-mojumdar

বাংলা সাহিত্য জগতে সমরেশ মজুমদারকে সবাই ‘কালবেলা’, ‘সাতকাহন’, ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’-এর মতো উপন্যাসের স্রষ্টা হিসেবে চেনেন।

বাংলা সাহিত্যের এ নক্ষত্রপুরুষ বাংলা ১৩৪৮ সনের ২৬ ফাল্গুন, ১০ মার্চ ১৯৪২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি ১৯৬০ সালে কলকাতায় আসেন। বাংলায় স্নাতক সম্পন্ন করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার্স সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।

তার প্রথম গল্প ‘অন্যমাত্রা’ লেখা হয়েছিল মঞ্চনাটক হিসেবে। সেখান থেকেই তার লেখকজীবনের শুরু। তার লেখা ‘অন্যমাত্রা’ ছাপা হয়েছিল দেশ পত্রিকায় ১৯৬৭ সালে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ ছাপা হয়েছিল দেশ পত্রিকায় ১৯৭৫ সালে ‘গৌচপ্রম’ ছদ্মনামে।

আরো পড়ুন: STORIES IN BENGALI: মেয়েটা কার?

 

সমরেশ মজুমদার বাংলা সাহিত্যের উপন্যাসকে করেছেন সমৃদ্ধ। তিনি ‘সাতকাহন’, ‘আট কুঠুরি নয় দরজা’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’-এর মতো কালজয়ী উপন্যাসের স্রষ্টা।

তার উল্লেখযোগ্য ১০টি উপন্যাস হলো:

– সাতকাহন
– গর্ভধারিণী
– উত্তরাধিকার
– কালবেলা
– কালপুরুষ
– তেরো পার্বণ
– স্বপ্নের বাজার
– উজান
– ভিক্টোরিয়ার বাগান
– আট কুঠুরি নয় দরজা

এ ছাড়াও সমরেশ মজুমদারের ‘অনুরাগ’, ‘গঙ্গা’, ‘অর্জুন’, ‘মেজরের অ্যাডভেঞ্চার’সহ বেশকিছু কালজয়ী উপন্যাস বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *