Alada Alada Song Lyrics In Bengali :
আলাদা আলাদা গানটি অর্ধাঙ্গিনী মুভির গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন অনুপম রায় এবং কণ্ঠ দিয়েছেন ইমন চক্রবর্তী।
Song : Alada Alada
Film : Ardhangini
Singer : Iman Chakraborty
Music & Lyrics : Anupam Roy
Additional Programming : Shamik Chakravarty
Director : Kaushik Ganguly
Label : Surinder Films
আমি আবার ক্লান্ত পথচারী
এই কাঁটার মুকুট লাগে ভারী,
গেছে জীবন দুদিকে দুজনারই
মেনে নিলেও কি মেনে নিতে পারি?
ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই ..
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব,
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়
কেমন যেন আলাদা আলাদা সব।।
আরো পড়ুন: বই পড়া নিয়ে মনীষীদের উক্তি
কুয়াশা ভেজা নামছে সিঁড়ি
অনেক নীচে জল,
সেখানে এক ফালি চাঁদ ভাসছে
করছে টলমল।
তাকে বাঁচাব বলে, জলে নেমেও
বাঁচাতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব,
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।।
কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে?
বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না ..
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব,
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।।