ছোটগল্প : আমার অপূর্ণ প্রেম।
অনেকদিন অপেক্ষা করেছিলাম। ভেবেছিলাম সেই হয়তো তার ভালোবাসার কথা আমাকে আগে জানাবে, কিন্তু তা হয়নি। তিনি আমাকে পছন্দ করেন সেটা আমি বুঝতে পেরেছিলাম। তার এপ্রোচ খুব আহামরি ছিলো সেটা বলা যাবে না। খুব বেশি নিবিড়ভাবে পর্যবেক্ষণ না করলে তার এপ্রোচগুলো বুঝা যাবে না। মনে হবে খুব নরমাল। সাধারণ কর্মকান্ড। পছন্দ যেহেতু আমিও তাকে করি তাই …